Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সেবার তালিকা

যুব উন্নয়ন অধিদপ্তর, চাঁদপুর।

ক্রঃ নং

প্রশিক্ষণ ট্রেডের নাম

কোর্সের মেয়াদ

ব্যাচ প্রতি কোর্স ফি

যাতায়াত

ভাতা (দৈনিক)

শিক্ষাগতযোগ্যতা

ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য তারিখ

আসন

সংখ্যা

মন্তব্য

০১.

কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এ্যাপ্লিকেশন কোর্স

জুলাই - ডিসেম্বর  ও

জানুয়ারী - জুন

২টি ব্যাচ ৬মাস মেয়াদি

১০০০/-

-

ন্যূনতম

এইচ,এস,সি

জুনের ১০- ১৫ তারিখ এবং ডিসেম্বরের ১০-১৫খ্রিঃ তারিখ

৮০ জন

কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রধান কার্যালয় হতে দৈনিক পত্রিকায় ও  ওয়েব সাইটে এবং স্থানীয়ভাবে প্রকাশ/প্রচার করা হয়ে থাকে।





ভর্তির আবেদন অনলাইনে জমা দিতে হয়।


ওয়েব সাইট:

dyd.nise.gov.bd

০২.

ইলেকট্রনিক্স

জুলাই - ডিসেম্বর  ও

জানুয়ারী - জুন

২টি ব্যাচ ৬মাস মেয়াদি

৩০০/-

১০০/-

ন্যূনতম

৮ম শ্রেণি

জুনের ১০- ১৫ তারিখ এবং ডিসেম্বরের ১০-১৫খ্রিঃ তারিখ

৩০ জন

০৩.

ইলেকট্রিক্যাল এন্ড হাউজওয়া্যরিং

জুলাই - ডিসেম্বর  ও

জানুয়ারী - জুন

২টি ব্যাচ ৬মাস মেয়াদি

৩০০/-

১০০/-

ন্যূনতম

৮ম শ্রেণি

জুনের ১০- ১৫ তারিখ এবং ডিসেম্বরের ১০-১৫খ্রিঃ তারিখ

৩০জন

০৪.

রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং

জুলাই - ডিসেম্বর  ও

জানুয়ারী - জুন

২টি ব্যাচ ৬মাস মেয়াদি

৩০০/-

১০০/-

ন্যূনতম

৮ম শ্রেণি

জুনের ১০- ১৫ তারিখ এবং ডিসেম্বরের ১০-১৫খ্রিঃ তারিখ

৩০ জন

০৫.

পোষাক তৈরী

জুলাই-সেপ্টেম্বর

অক্টোবর-ডিসেম্বর

জানুয়ারী-মার্চ

ও এপ্রিল-জুন

৪টি ব্যাচ ৩মাস মেয়াদি

৫০/-

১০০/-

ন্যূনতম

৮ম শ্রেণি

জুন, সেপ্টেম্বর , ডিসেম্বর ও মার্চের শেষ সপ্তাহে

২৫ জন

০৬.

মৎস্য চাষ

১মাস  মেয়াদি

৫০/-

১০০/-

ন্যূনতম

৮ম শ্রেণি

প্রতি মাসের শেষ সপ্তাহে

ন্যূনতম

২৫জন

০৭.

গবাদীপশু, হাঁস-মুরগী পালন, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ

আবাসিক:

৩ মাস  মেয়াদি  ২টি ব্যাচ ও

অনাবাসিক:

১ মাস  মেয়াদি  ৩টি ব্যাচ

১০০/-

আহার বাবদ দৈনিক উপস্থিতির ভিত্তিতে

১৫০/-

ন্যূনতম

৮ম শ্রেণি

জুলাই,অক্টোবর, জানুয়ারী ও এপ্রিল মাসের ১ম সপ্তাহে

৬০জন এবং ৩০ জন

০৮.

ইমপ্যাক্ট প্রকল্প 

(বায়োগ্যাস প্লান্ট স্থাপন)

০৫ দিন  মেয়াদি  ৪টি ব্যাচ

ফ্রি

১৫০/-

ন্যূনতম

৮ম শ্রেণি

স্থানীয় চাহিদার ভিত্তিতে

২০ জন

০৯.

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

(আউটসোর্সিং বিষয়ক প্রশিক্ষণ)

জুলাই-সেপ্টেম্বর

অক্টোবর-ডিসেম্বর

জানুয়ারী-মার্চ

ও এপ্রিল-জুন

৪টি ব্যাচ ৩মাস মেয়াদি

ফ্রি

২০০/-

ন্যূনতম

এইচ,এস,সি

জুন, সেপ্টেম্বর , ডিসেম্বর ও মার্চের শেষ সপ্তাহে

৫০ জন


১. যুবঋণ কর্মসূচি।

দেশের বেকার শিক্ষিত যুব গোষ্ঠিকে আত্মকর্মসংস্থান লাভের সুযোগ সৃষ্টির লক্ষে। প্রশিক্ষণ পূর্বক সংশ্লিষ্ট বিষয়ে প্রকল্প গ্রহণ করলে যুবঋণের ব্যবস্থা করা হয়ে থাকে।


ক. ঋণ পাওয়ার যোগ্যতা।

১. উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে ২. যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ৩, বয়স ১৮-৩৫ বৎসরের মধ্যে হতে হবে  ৪. ঋণ নীতিমালা ও অন্যান্য নিয়মাবলী অনুসরণে সক্ষম হতে হবে ৫. অন্য কোন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ খেলাপী হলে ঋণ পাওয়ার যোগ্য হবে না।


খ. ঋণ প্রস্তাবের সাথে প্রদেয় কাগজ পত্রাদি: 

১. নির্ধারিত আবেদনপত্রে ঋণের আবেদন করতে হবে ২. পাসপোর্ট সাইজের ২ কপি ছবি

৩. গ্যারান্টারের ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ৪. জাতীয় পরিচয়পত্র, নাগরিক সনদপত্র, প্রশিক্ষণ সনদপত্র দিতে হবে ৫. ৩০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিবদ্ধ হতে হবে ৬, জামিনদারের সমর্থনে প্রস্তাবিত ঋণের অধিক মূল্যের জমির দলিলসহ খতিয়ানের কপি অথবা চাকরিজীবী জামিনদার হতে পারবে।


গ. ঋণ মঞ্জুরী ও ঋণের সীমা 

ঋণের ক্ষেত্রে একজন প্রকল্পধারীকে উক্ত নীতিমালা মোতাবেক কাগজপত্র তৈরী করে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বরাবরে আবেদন করতে হবে। অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহনকারী ১ম দফা সর্বোচ্চ ১,০০ লক্ষ ২য় দফা সর্বোচ্চ ১.৫০ লক্ষ টাকা পর্যন্ত সর্বোচ্চ ২ বার ঋণ নিতে পারবেন। প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহনকারী ১ম দফা সর্বোচ্চ ১.৫০ লক্ষ ২য় দফা সর্বোচ্চ ২,০০ লক্ষ টাকা পর্যন্ত সর্বোচ্চ ২ বার ঋণ নিতে পারবেন। অপ্রাতিষ্ঠানিকি ঋণ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী  অফিসারের সভাপতিত্বে কমিটি কর্তৃক মঞ্জুর করা হয়। প্রাতিষ্ঠানিক ঋণ জেলার উপপরিচালকের সভাপতিত্বে কমিটি কর্তৃক মঞ্জুর করা হয়।



ঘ. ঋণের সার্ভিস চার্জ ৫% (ক্রমহ্রাসমান হারে):


২. পরিবারভিত্তিক: 

দারিদ্র বিমোচনে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ক্ষুদ্র ঋণ কর্মসূচি সকল উপজেলায় পরিচালিত হচ্ছে। এ ঋণের মাধ্যমে একটি পরিবার, কমিউনিটিতে বসবাসকারী ও তার পার্শ্ববর্তী সমমনাদের নিয়ে গ্রুপ গঠন করতঃ ৫ সদস্যের ৪-৬ টি গ্রুপ দিয়ে একটি কেন্দ্রগঠন করে ঋণ দেওয়া হয়।  প্রতিটি সদস্য ১ম দফা ৩০,০০০/- ও ২য় দফা ৪০,০০০/- টাকা করে ঋণ দেয়া হয় এবং সর্বোচ্চ ২ বার ঋণ নিতে পারবেন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ঋণ প্রস্তাবনা তৈরী করে জেলায় প্রেরণ করেন এবং উপপরিচালক ঋণ প্রস্তাবনা অনুমোদন করেন।




৩. উদ্যোক্তা ঋণ: 

একজন ঋণ প্রহীতা সফলভাবে ঋণ পরিশোধের পর (শর্তপুরণ সাপেক্ষে) সর্বোচ্চ ৩-৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারে।


৪. যুব সংগঠন নিবন্ধন: 

যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক যুব কার্যক্রম বাস্তবায়নের লক্ষে বেসরকারী যুব সংগঠনসমূহকে নিম্নবর্ণিত নিয়ম অনুসরণপূর্বক নিবন্ধন করা হয়: ১. গঠনতন্ত্র ও গঠনতন্ত্র অনুমোদন সংক্রান্ত কাগজ পত্রাদি ২. সংগঠনের অফিস সংক্রান্ত প্রয়োজনীয় ডকুমেন্ট ৩. ব্যাংক হিসাবের ডকুমেন্ট ৪. বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম এবং অন্যান্য কার্যক্রমের তথ্যাদি।


৫. অনুদান:

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় কর্তৃক যুব কল্যাণ তহবিল থেকে প্রতি বছর বাছাইকৃত যুব সংগঠনকে প্রকল্প ভিত্তিক ৫০,০০০/- টাকা থেকে ৭৫,০০০/- টাকা অনুদান প্রদান করা হয়।


৬. যুব পুরস্কার: প্রতি বছর জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মী (যুব ও যুব মহিলা) ও যুব সংগঠক (পুরুষ ও মহিলা)  জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়।


 

     ****অনলাইনে প্রশিক্ষণের  আবেদন এর লিংক: nise.dyd.gov.bd 


বিস্তারিত তথ্যের জন্য: 

 

 

তথ্য প্রদানকারী কর্মকর্তার নাম:  জনাব মোঃ ইব্রাহিম মিয়া, সহকারী পরিচালক, মোবাইল নম্বর: ০১৭২২৪৬২২৯৫ যোগাযোগ করা যেতে পারে।

জেলা কার্যালয়ের ঠিকানা: উপপরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ভবন, আশিকাটি, চাঁদপুর। ওয়েব সাইট:  www.youth.chandpur.gov.bd

E-mail:  ddchandpur@dyd.gov.bd


উপজেলা কার্যালয়: উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, সংশ্লিষ্ট উপজেলার নোটিশ বোর্ড। এছাড়াও যোগাযোগের জন্য জেলা/উপজেলার ওয়েব পোর্টাল থেকে সংশ্লিষ্ট নম্বর সংগ্রহ করা যেতে পারে।