Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

যে কোন দেশের আর্থ-সামাজিক উন্নয়নের মূল চালিকা শক্তি হচ্ছে সে দেশের কর্মক্ষম জনশক্তি। আর এ জনশক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সে দেশের যুবসমাজ। যুব সমাজই উন্নয়নের চালিকা শক্তি । সম্ভাবনাময় এ যুবশক্তিকে কাজে লাগাতে পারলে দেশ ধাপে ধাপে উন্নয়নের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশ বিপুল যুব শক্তি ও ঐশ্বর্যের অধিকারী। মোট জনসংখ্যার ৩০ শতাংশ যুব । জাতীয় যুব নীতিমালা অনুসারে ১৫-৩৫ বছর বয়সীদেরকে যুব বলে সংজ্ঞায়িত করা হয়। যুব সমাজকে সুসংগঠিত ও সুশৃংখল করে সঠিক পথে নিয়ে যাওয়া তথা জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় তাদেরকে সম্পৃক্তকরণের গুরুদায়িত্ব নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর, চাঁদপুর ।

     কর্মপ্রত্যাশী অনুৎপাদনশীল যুবসমাজকে সুসংগঠিত, সুশৃংখল এবং উৎপাদনমুখী শক্তিতে রুপান্তরের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরাকার ১৯৭৮ সালে যুব উন্নয়ন মন্ত্রণালয় সৃষ্টি করে যা পরবর্তীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যক্রম বান্তবায়নের জন্য ১৯৮১ সালে যুব উন্নয়ন অধিদপ্তর সৃষ্টি করা হয় এবং চাঁদপুর জেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যাক্রম শুরু হয় ১৯৯৫ সাল থেকে ।