Wellcome to National Portal
Main Comtent Skiped

মতামত ও পরামর্শ

আপিন কি ১৮-৩৫ বছর বয়সী এবকার যুবক/যুবমহিলা ? আপিন কি প্রতিষ্টিত হতে পারেননি ? আর হতাশা নয়। যুব উন্নয়ন অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় হতে প্রশিক্ষণ নিন, নিজের দক্ষতা বৃদ্ধি করুন, আত্মকর্মী হোন, জীবন গড়ুন, দেশ গড়ুন।

জেলার বেকার যুবেদর কারিগরি বিষয়ে দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের লেক্ষ্য যুব উন্নয়ন অধিদপ্তর চাঁদপুর কর্তৃক আয়োজিত ভিন্ন প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলিতেছে, ট্রেডসমূহ-

  • ফ্রিল্যাসিং/আউটসোসিং প্রশিক্ষণ কোর্স (৩০ দিন, কোর্স ফি-১,০০০/-)
  • কম্পিউটার বেসিক কোর্স (০৬ মাস, কোর্স ফি-১,০০০/-)
  • পোষাক তৈরী প্রশিক্ষণ কোর্স (০৩ মাস ও ০৬মাস, কোর্স ফি-৫০/-),
  • মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কোর্স (০১ মাস, প্রতি মাসের প্রথম দিন হতে, কোর্স ফি-৫০/-)
  • ইলেকট্রিক্যাল এন্ড হাউজোয়্যারিং (০৬ মাস, কোর্স ফি-৩০০/-)
  • ইলেকট্রনিক্স এন্ড মোবাইল সাভিসিং কোর্স (০৬ মাস, কোর্স ফি-৩০০/-)  
  • গবাদিপশু, হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স (০২ মাস ১৫ দিন, কোর্স ফি-১০০/-)

ভর্তিচ্ছুক  প্রার্থীগণ বিস্তারিত তথ্যের জন্য  যোগাযোগ করুনঃ

উপ- পরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ভবন, আশিকাটি, চাঁদপুর।